ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

ইয়ো ইয়ো টেস্ট দিলেন ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেসে মনযোগী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই এই মেগা আসরের দল ঘোষণার আগে ক্যাম্পে ডাক পাওয়া ৩২ ক্রিকেটারকে দিতে হচ্ছে ইয়ো ইয়ো টেস্ট। এই ফিটনেস পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যেই শুরু করেছে বিসিবি।


ক্রিকেটারদের মধ্যে সবার আগে আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। গত কয়েক দিন ধরেই নিয়মিত অনুশীলনে আসলেও আজ তিনি এসেছিলেন ফিটনেস পরীক্ষা দিতে। দলের ফেরার লড়াইয়ে থাকা এই অভিজ্ঞ ব্যাটারকে ইয়ো ইয়ো টেস্ট দেওয়ার পর বেশ হাসি-খুশিই দেখা গেছে।


শুধু রিয়াদই নন, ৩২ জনের মধ্যে আরও অনেকেই আজকে ফিটনেস পরীক্ষা দিয়েছেন। এই তালিকায় আছেন মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, ইয়াসির রাব্বি ও এবাদত হোসেনের মতো ক্রিকেটাররা।


এশিয়া কাপ নিয়ে সব দলেরই বাড়তি পরিকল্পনা থাকে। ব্যতিক্রম কিছু নয় বাংলাদেশের ক্ষেত্রেও। ৩২ ক্রিকেটার নিয়ে বিশেষ এই ক্যাম্প আয়োজনও সেই পরিকল্পনারই অংশ। যেখানে সুযোগ পেয়েছেন জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের পাশাপাশি এইচপি, 'এ' দল আর বয়স ভিত্তিক দলে পারফর্ম করা ক্রিকেটাররা।

ads

Our Facebook Page